সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ৪ তলা ভবনের দেয়াল ধসে মো. ফয়সাল (২৭) নামে এক ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় ওই ভবন থেকে ১৫ থেকে ২০ টি ইটসহ কাঁচা দেয়াল ধসে ফয়সালের ওপর পড়লে মাথা ফেটে প্রচুর রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাতুয়াইল বাদশা মিয়া রোডের আমান টাওয়ার সংলগ্ন নির্মাণাধীন ৪ তলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুর সোয়া ২ টার দিকে ময়না তদন্তের জন্য মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ফয়সাল মাতুয়াইল মুসলিম নগর ব্যাংকার্স টাওয়ারের বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি অনলাইন ব্যবসার পাশাপাশি জাতিসংঘের ইউএনডিপি’র বিভিন্ন ইউনিটে বই ও খাতাপত্র সহ বিভিন্ন মালামাল সাপ্লাই করতেন বলে জানিয়েছেন ডেমরা থানার এসআই মো. তৌহিদ।
বিষয়টিন নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন,বাদশা মিয়া রোডের আমান টাওয়ার সংলগ্ন ওই নির্মাণাধীন ভবনে সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।