
‘সুষ্ঠু বিচার’ পেয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরে পেলেন এ সময়ের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। যদিও আগের দুইবারের অভিজ্ঞতায় ভরসা রাখতে না পারলেও হাল ছাড়েননি। নির্বাচন কমিশনে আপিল করে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
হিরো আলম বলেছেন, তাকে যেমন ‘সুষ্ঠু বিচার’ ইসি এবার দিয়েছে, তেমনিভাবে নির্বাচনটাও সুষ্ঠুভাবে করতে পারলে কমিশনের ওপর জনগণের ‘আস্থা ফিরে আসবে’।
বৃহস্পতিবার হিরো আলম সাংবাদিকদের বলেন, এই যে দেখেন আমি কিন্তু বারবার বলেছি- আমি ফিরে পাব না। আজকে এখানে আমি ফিরে পেয়েছি। এ রকম আজকে একটা হিরো আলম ফিরে পেয়েছে, আরও যখন দশটা হিরো আলম ফিরে পাবেন; আস্তে আস্তে আমাদের ইসির ওপর যে মানুষের ভুল ধারণা আছে- এগুলো দূর হয়ে যাবে।