সিকান্দার রাজার অনবদ্য সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের দাপুটে জয়। রাজা ৫৪ বলে ৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন।
বিশ্বকাপ বাছাই পর্বে এদিন নিজেদের টানা দ্বিতীয় জয় পেল জিম্বাবুয়ে।
এর আগে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৯১ রানের টার্গেট তাড়ায় ৩৫ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। সেই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন অধিনায়ক ক্রেগ আরভিন (১২১*) ও সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস।