রাজধানীর ডেমরায় কোনাপাড়া শাহাজালাল রোড এলাকা থেকে একাদশ শ্রেণীর এক ছাত্রী অপহরণ হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে রোববার (১১ জুন) রাতে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রোববার রাতে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী মো. তরিকুল ইসলাম (২৮) ও তার সহযোগী ৩ জন সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই রাতেই থানা পুলিশ অভিযুক্ত কোনাপাড়া চিশতিয়া রোড এলাকার সোহরাব হোসেনের ছেলে ও তরিকুলের বড় ভাই মো. জনি (৩৫), একই এলাকার মোস্তফা (৪০) ও রাব্বানিকে (২৫) গ্রেফতার করে। তবে এ ঘটনায় তরিকুল পলাতক রয়েছে এবং অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করা যায়নি।
জানা যায়, অপহৃত মেয়েটি কোনাপাড়া শাহাজালাল রোড এলাকায় তরিকুলের কম্পিউটারের দোকানে কম্পিউটার শিখতে ভর্তি হয়। প্রতিদিন ক্লাস করার সময় তরিকুলের কুনজর পড়ে মেয়েটির উপর। এক পর্যায়ে তরিকুল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল। এ ঘটনায় মেয়েটি তার কম্পিউটারের দোকানে যাওয়া বন্ধ করে দেয়।
এদিকে গত ৩ জুন বিকালে প্রশ্ন ফটোকপি করার জন্য শাহজালাল রোডের ১০ তলা গলিতে আসতেই পূর্ব পরিকল্পিতভাবে তরিকুল ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে।
ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, দ্রুত অপহরণকারী তরিকুলকেও গ্রেফতারসহ মেয়েটিকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে।