ডেমরায় ডিএনডি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার:মামলা
সালে আহমেদ ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ডিএনডি’র অভ্যন্তরীন খাল থেকে অজ্ঞাত অনুমান (৩৫) বছর বয়সের এক অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার রাত পর্যন্ত দুই দিন অতিবাহিত হলেও লাশের পরিচয় মিলেনি বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। এ ঘটনায় সোমবার দিনগত রাতে পুলিশ বাদি হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে গত সোমবার দেড় টার দিকে পূর্ব ডগাইর মহাকাশ রোডের কালভার্টের নিচে কচুরিপানায় ভরা খালের পচা পানিতে ভাসমান অবস্থায় থাকা ওই লাশ উদ্ধার করা হয়। এদিকে ফুলে ফেঁপে লাশের শরীরের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্তের জন্য এদিন পিবিআই আঙ্গুলের ছাপ সঠিকভাবে না নিতে পারলেও ডিএনএ সহ অন্যান্য নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই দিন বিকালে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের পড়নে সাদা ও আকাশি রঙের টি সার্ট থাকলেও শরীরের নিচের অেংশে কোন কাপড় ছিলনা। এ সময় তার ঘাড়ের উপর একটি খোলা হলুদ লাল চেকের গামছা পাওয়া যায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ২ থেকে ৩ দিন আগে কে কারা ওই যুবককে দূরে কোথাও হত্যা করে ডেমরায় খালে ফেলে গেছে। লাশের ঘাড়ে হালকা আঘাতের চিহ্ন সহ ঠোটে মুখে রক্তের দাগ থাকলেও শরীরে উল্লেখযোগ্য তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশ শনাক্তকরনের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। এ হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। দ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বের হবে।