ডেমরা প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী হাইওয়ের ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে ট্রাকের চেসিসের ধাক্কায় তানজিলা (১৫) নামে এক কিশোরী নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী হোসেন প্লাজার ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ।
৩১ শে মে (বুধবার)দুপুরে স্টাফ কোয়ার্টার মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মার্কেটের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ বলেন, প্রতিনিয়ত এই সড়কে দূর্ঘটনা ঘটেই চলছে।সড়কের বিশৃঙ্খলা ও তদারকি না থাকাকেই মূল কারন বলে দাবি করছেন মানববন্ধনকারীরা। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বেপরোয়া গাড়ি চালানো ও লাইসেন্সবিহীন অদক্ষরা গাড়ি চালানোর জন্যই যত্রতত্র সড়ক দুর্ঘটনা ঘটছে বলে ও ব্যবসায়ীরা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সালাউদ্দিন আহমেদ,হোসেন প্লাজার পরিচালক মোঃ উজ্জ্বল সহ অন্যান্যরা।
উল্লেখ ্য যে,গত মঙ্গলবার (৩০ মে) দিনগত রাত ৯ টার দিকে ওই ঘটনা ঘটে।ঘাতক চালক ও ড্রাইভারকে আটক করে ডেমরা থানা পুলিশ। বুধবার বেলা ১১ টায় ঘাতক চালককে আদালতে পাঠানো হয়েছে। নিহত তানজিলা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার ইন্ডিয়ান বুটিকের সেলসম্যান। প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৮টায় অফিস শেষে রাস্তা পার হচ্ছিলেন তানজিলা নামের ওই কিশোরী। এ সময় TATA MOTORS LIMITED এর চেসিসের (চেসিস নং-MAT389088PSR05289) ধাক্কায় মারা যায় সে। তানজিলা মা ও ভাইয়ের সঙ্গে ডেমরার সারুলিয়ার আমতলায় ফরহাদ সাহেবের ভাড়া বাসায় থাকতো ও লক্ষীপুর রায়পুর থানার খাশেরহাট এলাকার মৃত জিলহক মোল্লার মেয়ে। এই ঘটনায় ওই রাতেই নিহতের ভাই সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০৫ ধারায় ঘাতক ট্রাক ড্রাইভার মো.আঃ করিমের (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। করিম নোয়াখালী বেগমগঞ্জ থানার দক্ষিন আব্দুল্লাপুর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে