বিশেষ প্রতিনিধি গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন সদর থানা রাজেন্দ্রপুর বাংলাবাজার এলাকার এলাকার গৃহবধূ নূরে হত্যার দুই আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছেন সদর মেট্রো থানা পুলিশ।আসামিরা হলেন ১/ইসমাইল মিয়া ওরফে পায়েল (২০).পিতাঃ মোঃ রুব মিয়া,পোস্ট অফিস- কুমারপাড়া, সাং-মধুপুর কুমারপাড়া,থানা বারহাট্টা,জেলা- নেত্রকোনা,বর্তমান বাংলাবাজার জৈনক শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া,থানা সদর মেট্রো গাজীপুর,২।মোঃ সামাদ মিয়া (২২)পিতা-) রব মিয়া,পোস্ট অফিস-কুমারপাড়া, সাং মধুপুর কুমারপাড়া,থানা-বারহাট্টা জেলা- নেত্রকোনা।গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সাব ইন্সপেক্টর উৎপল কুমার গণমাধ্যমকে জানান,গত ২৮/০৫/২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকার সময় আসামিদের জিজ্ঞাসাবাদে বলেন আসামির ভাই সামাদ মিয়া।আমার ভাইয়ের সাথে একই রুমে পকেট রুমে ওই বাড়িতেই থাকতাম। প্রায় সময় আমার ভাইয়ের সাথে বাবী নুরীর ঝগড়া লেগেই থাকতো। এগুলো করতে আমি বারবার নিষেধ করলেও নুরী কোন ভাবেই কর্ণপাত করেন নাই।পরে যখন কোলবালিশ নিয়ে শুয়েছিল তখন ঐ রাত আনুমানিক ১১টার দিকে ঐ বাড়ির রান্না ঘরের চুলার লোহার পাইপ দিয়ে তাই পর পর দুইটি আঘাত করলে নুরী মারা জান,তার পর লোকজন জড়ো হলে তারা আমাদের পালিয়ে যেতে বললে,আমি টঙ্গীবাড়ি থানা দিন দিঘীরপাড় বাজার এলাকার এক আত্মীয়র বাসায় পালিয়ে যায়,সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে আসেন। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার কাছে নিহতর পরিবার কৃতজ্ঞতা জানান। এবং বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার কাছে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন নিহতের পরিবার।