রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে ককটেল বিস্ফোরণে বিএনপির ৪০-৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম বলেন, এখনো আসামি গ্রেফতার করা যায়নি। এ কারণে আসামিদের নাম এ মুহূর্তে বলা যাচ্ছে না।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন (৩৫) আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রাতেই বাসায় নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ভীতি সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ জানান, শুক্রবার রাতে শহীদ ফারুক রোডে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় এমপি কাজী মনিরুল ইসলাম মনুর অফিসে একটি মিটিং করেন। মিটিং শেষে সম্রাট বাসায় যাওয়ার জন্য বের হন। তিনি লাজ ফার্মার সামনে যাওয়ার পর হঠাৎ ৪টি ককটেল বিস্ফোরণ হয়। এতে রাস্তায় পড়ে যান সম্রাট। এ সময় এক রিকশাচালকসহ আরও চারজন আহত হন। ঘটনাটি বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছেন বলে অভিযোগ করেন শামীম আহমেদ।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত সম্রাটের পিঠে ককটেলের কয়েকটি স্প্লিন্টারের আঘাত লেগেছে। তার অবস্থা গুরুতর নয়। এজন্য বৃহস্পতিবার রাতেই তাকে বাসায় নিয়ে গেছেন স্বজনরা।