নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীর নির্দেশে ডেমরা থানা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ শে মে (সোমবার) ডেমরায় ছাত্রলীগ নেতা জুবায়েদ সাদাফ সাজিদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সমাবেশে ডেমরা থানা ছাত্রলীগ নেতা জুবায়েদ সাদাফ সাজিদ বলেন,বিএনপি নেতা ও বাংলা ভাই এর মাঠ পর্যায়ের সহযোগী আবু সাইদ চাঁদ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি
ফুঁসে উঠেছে বাংলাদেশের মানুষ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী ভাইয়ের নেতৃত্বে, আবু সাইদ চাঁদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা রাজপথ ছাড়বনা। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাসহ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।