সালে আহমেদ,ডেমরাঃ
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। সোমবার বিকালে সুলতানা কামাল সেতু সংলগ্ন চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়েছে। ডেমরা থানা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে এ সময় ডেমরা থানা এলাকার অন্তর্ভুক্ত ডিএসসিসির ৬ টি ওয়ার্ডের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবাদ জানাতে কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ—সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠিনক সম্পাদক ফারুক হোসেন, ডেমরা থানা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, এরশাদ আলম ইশু, মোজাম্মেল হক আকাশ, হানিফ তালুকদার, মো. রুহুল আমিন মোল্লা, মো. আরিফুর রহমান, মো. শাহীন,মাহবুব আলম ফয়সাল,আলাউদ্দিন ও আওয়ামী লীগ নেত্রী হোসনে আরা শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবির সমাবেশে প্রধান মন্ত্রীকে কবরস্থানে পাঠাবেন বলে ওপেন হুমকি দেন। এতে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন। তারই ধারাবাহিকতায় ডেমরা থানা আওয়ামী লীগ রাজপথে নেমেছে। চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা রাজপথ ছাড়বনা। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাসহ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ডেমরা থেকেই আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।