
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রে গেলে সেখানে ভ্রমণ সতর্কতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দেশের এ শীর্ষ কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করে।
ব্রিফিংয়ে বাংলাদেশে মার্কিন নাগরিকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। তাদেরই জিজ্ঞাসা করুন, কেন তারা দিয়েছে। তবে আমাদের এখানে সভা সমিতিতে গুলিতে কেউ মরে না। বরং যুক্তরাষ্ট্রে শপিংমল, বারে সতর্কতা জারি করা যেতে পারে। এখানে মার্কিন নাগরিককে কেন গুলি করবে?