অবশেষে সাময়িক বরখাস্ত হলেন বহুল আলোচিত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।
স্ত্রীর করা যৌতুক মামলায় অভিযোগ গঠনের পর তার বিষয়ে এমন সিদ্ধান্ত এলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এর আগে যুগান্তরে তাকে নিয়ে ‘চাকরির শুরুতেই ৫ কোটি টাকার মালিক এএসপি সোহেল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ঢাকার আদালতে ধর্ষণ, অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা, যৌতুক, নির্যাতন, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ পাঁচটি মামলা চলমান রয়েছে।