সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় র্যাব—৩ এর (টিকাটুলি, ঢাকা) অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ ডাকাত সর্দারসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৩টি ককটেল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৬ রাউন্ড ব্লাংক কার্তুজ, ১টি গুলির খালী খোসা সহ ডাকাতির কাজে ব্যবহারিত অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাশেরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— ডাকাত সরদার সবুজবাগ থানাধীন ৭৩ নং ওয়ার্ডের মানিকদিয়া সরকাবাড়ীর মো. আমির হোসেনের ছেলে মো. উজ্জ্বল হোসেন (৩৩), কদমতলী থানার পালপাড়া এলাকার তিব্বতীর বাসার ভাড়াটিয়া ও নোয়াখালী সদর থানার মাইজদিকোট রশিদ কলোনী এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. রাশেদ (৩৭)। এ ঘটনায় শ্যামপুর থানা এলাকার মো. পিন্টু (৩৫) ও মো. শালু (৩০) সহ অজ্ঞাত ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে র্যাব-৩ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি সহ সমবেত হওয়া ও বিস্ফোরক দ্রব্য দখলে রাখার অপরাধে ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ এর ৪ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম)।