গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীর
ছাত্রলীগ নেতা কর্মীকে টার্গেট করে হাত বোমা বিস্ফোরণের অভিযোগ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় আবারও বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে ভূতুরে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরাথানায় ডেমরা থানা ছাত্রলীগের সহ—সভাপতি মো. ফয়সাল আহম্মেদ মাসুম বাদি হয়ে ওই মামলা দায়ের করেন। পূর্ব হাজিনগর মাদ্রাসা রোড এলাকায় মাসুম দলীয় নেতা কর্মীদের নিয়ে গল্প করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের উশৃংখল নেতাকর্মীরা লাঠি সোঠা,হকিস্টিক, ইটপাটকেল ও হাতবোমা সহ অতর্কিত হামলা করায় অপরাধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ৭০ জন নেতাকর্মীকে এজাহার নামীয় আসামি ও অজ্ঞাতনামা ১৮০/২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নগদ ২৩০০ টাকা চুরিসহ মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।
এদিকে মামলার পরপরই গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ডেমরার বিএনপি নেতামর্কীরা। তাদের বিরুদ্ধে পূর্বের সাজানো মামলাসহ বর্তমান ভৌতিক মামলায় হওয়ায় বর্তমানে এখানকার অধিকাংশ নেতাকর্মীরা বাড়ী ছাড়া রয়েছেন। আগামি নির্বাচনকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে এমন প্রশাসনিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব করে গণতান্ত্রীক নিয়ম ও নীতিমালাকে গলাটিপে হত্যা করা হচ্ছে বলেও বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত ১০ টার দিকে পূর্ব হাজিনগর মাদ্রাসা রোড এলাকায় আড্ডা দিচ্ছিলেন বাদি মো.ফয়সাল আহম্মেদ সহ ছাত্রলীগ কর্মী শাওন, মহসিন,তায়েব ও আবির সহ আরো ৮/৯ জন নেতাকর্মী। এ সময় সেলিম রেজা, আনিসুজ্জামান (জামান), গোলাম মোর্তুজা বাবু ও আকবর হোসেন ভূঁইয়া নান্টুর নেতৃত্বে বিএনপি’র নেতা—কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে ২ টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। ‘ছাত্রলীগের শালাদের’ ধর বলে সবাইকে এলোপাথারি মারপিট করে। এদিকে বিস্ফোরণের শব্দ পেয়ে ডেমরা থানার টহল পুলিশ আসলে আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অলিগলিতে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থল থেকে ২টি তাজা হাতবোমা, ৪টি বাঁশের লাঠি, ৬টি লোহার রড, ৭টি কাঠের লাঠি ও ৩০ টি ইটের টুকরা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতাকর্মীরা জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি সুন্দরভাবে সাজানো হয়েছে যা ওপেন সিক্রেট। এদিকে এলাকার সিসি ক্যামেরাগুলো চেক করলেই দেখা যাবে এজাহারভুক্ত অভিযুক্তদের অবস্থান ওখানে ছিল কিনা?। এদিকে বর্তমান মামলাসহ আগের মামলায় গ্রেফতারের ভয়ে শতশত নেতাকর্মীরা বর্তমানে পলাতক রয়েছে যা পরিকল্পিতভাবে করা হচ্ছে । আর এ ঘটনায় এলাকায় এসব নোংরা রাজনীতির বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন এলাকাবাসী।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি একেবারেই সাজানো ও পূর্বের ন্যায় ভৌতিক। বিগত দিনেও আমরা গণতান্ত্রিক নিয়মে রাজনৈতিক কর্মসূচী পালন করে আসছি। অথচ আগামি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে আবারও একটি মামলা করা হলো যা একবারেই মিথ্যা ও বানোয়াট। আর এটি একটি নেক্কারজনক ঘটনা। আমরা বর্তমানে গণতান্ত্রিক নিয়ম নীতি মেনেই রাজনীতি করছি দলীয় নির্দেশনা অনুযায়ী।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তদন্ত সাপেক্ষে যথারীতি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।