ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, একজন মার্কিন সেনাও ইরাকে থাকতে পারে না।
তেহরানে শনিবার ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন আরানের ওই সর্বোচ্চ নেতা। খবর আনাদোলুর।
গত বছরের অক্টোবরে নির্বাচিত হওয়ার পর ইরাকি প্রোসডেন্ট আবদুল লতিফ রাশিদের এটিই প্রথম ইরান সফর।
আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো কারও বন্ধু হতে পারে না। মার্কিন সেনাদের দ্রুত ইরাক থেকে বের করে দিতে বলেন তিনি