সেতুর ওপর গাড়ি বিকল, অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে সাত কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর ভায়াডাক্ট অংশে পরপর কয়েকটি গাড়ি বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তিতে সেগুলো অপসরণ করে সেতু কর্তৃপক্ষ।
এছাড়া রাতে বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা দুইবার কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে জানা গেছে।