বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন বঞ্চিত হওয়ার পর প্রথম মুখ খুলেছেন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়া আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাদিক।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঢাকা থেকে ভার্চুয়ালি বরিশালে তার বাসভবন কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে যুক্ত হয়ে তার সমর্থিত মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সভা করেন।