ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র্যাব—৩ (সিপিসি—২ মগবাজার) এর সদস্যরা মাদক বিরোধী অভিযানে গিয়ে ২ টি বিদেশি পিস্তল ও ২ টি ম্যাগাজিনসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় মো. আবুল কালাম আজাদ ওরফে রুবেল (৩৬) নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার বাসার পৃথক স্থান থেকে পিস্তল (ইউ.এ.এ এন.ও ১৬০০ ও এন.ও ৭০১০), ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে র্যাব। বুধবার তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সমংবাদের ভিত্তিতে মাদকের খবর পেয়ে মধ্য হাজীনগর কাজী নজরুল ইসলাম রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। র্যাব প্রথমে রুবেলকে আটক করলে তার স্বীকারোক্তীতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব—৩ এর বরাতে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতার রুবেল দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার যশোর বেনাপোল থানায় ও ঢাকার বনানী থানায় পৃথক দু’টি মামলাও রয়েছে।