ডেমরা (ঢাকা) প্রতিনিধি
ডেমরা থানা আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর ডেমরায় সুবিধাবঞ্চিত ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বাদ আসর কোনাপাড়ার মান্নান উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই কর্মসূচীতে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ি কাপড় বিতরণ করা হয়। ডেমরা থানা তাতী লীগের সভাপতি শরিফুল ইসলাম সজিবের সভাপতিত্বে ও ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা -০৫ আসনের মাটি- মানুষের নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান (পিপিএম),ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিফাত সাদেকীন চপল।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো ও উপস্থিত ছিলেন, ৬৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোহাগ মিয়া,৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নং ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, ৭ নং ইউনিটের সাধারণ সম্পাদক মিয়া মোঃ হুমায়ুন,৫ নং ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মানিক,৬৬ নং ওয়ার্ডের ডগাইর দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সারুলিয়া ইউনিয়নের সাবেক ৯ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রিপন হোসেন, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল অাবেদীন সৌরভ,স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল সাউদ,ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ খান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফি লষ্কর,সরকারি তোলারাম কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম অপূর্ব,ডেমরা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃআজাদ খান, সদস্য সচিব মোঃ জসিম প্রমুখ।
এসময় কামরুল হাসান রিপন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার সামগ্রী সর্বসাধারনের মাঝে বিতরণ করার লক্ষ্যে কাজ করছি।বর্তমান সরকার জন বান্ধব সরকার।ডেমরা থানা আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ডেমরার কোনাপাড়ায় এ আয়োজন বলে জানিয়েছেন দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।