ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ফুপুর বাড়ীতে বেড়াতে এসে ফুপার মাধ্যমে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. জাহাঙ্গীর (৪২) শনিবার দিবাগত ডেমরা থানায় অভিযুক্ত তার বোনের জামাই মো. সুমন (৩৫) ও বোন মরিয়মের (৩০) বিরুদ্ধে মামলা করেন। গত ৭ এপ্রিল ডেমরার আমতলা ভার্জিন বেকারি গলির ইকবাল হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। তারা ওই বাড়ীর ভাড়াটিয়া। এ ঘটনায় মেয়েটি প্রথমে মুন্সিগঞ্জের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
বাদি ও ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, মুন্সিগঞ্জের সরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্টে জানা গেছে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। গত ৭ এপ্রিল মেয়েটি তার ফুপুর বাড়ীতে বেড়াতে আসে। পরবর্তীতে গত ১৩ এপ্রিল বেলা ১০ টার দিকে ফুপা সুমন তার স্ত্রীকে কেনাকাটার জন্য মার্কেটে পাঠিয়ে দেয়। এ সময় মাসুম ভুক্তভোগীকে ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করিয়ে অজ্ঞান অবস্থায় বিকাল ৩ পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।