প্রেস বিজ্ঞপ্তিঃ
রাজধানীর ডেমরার স্বনামধন্য প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুলের ২০২০ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৫ এপ্রিল ) শনিবার নারায়নগঞ্জের, সিদ্ধিরগঞ্জের আটিপাড়া গ্রামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল উপলক্ষে সামসুল হক খান স্কুলের ফ্রেন্ডস এসএসসি-২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি এক মিলন মেলায় পরিণত হয়। একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আবেগপ্রবণ হয়ে যায়। বিকাল ৫টা থেকেই প্রত্যেকে ইফতার মাহফিলে যোগ দিতে থাকে।
এসময় সামসুল হক খান স্কুলের ফ্রেন্ডস এসএসসি-২০২০ ব্যাচে শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠে। তারপর ইফতারের পূর্বে উপস্থিত সকলে দোয়া কামনার মাধ্যমে ইফতারের সূচনা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মোমেন ইসলাম ,রাইয়ান নাফিউ , ইফতেকার আকাশ , সাদনান খান,শান্ত হাসান, ফাহাদ বিন ইসলাম, রাতুল রহমান, লাবিব রহমান ও গোলাম রাসুল মাহাদি প্রমুখ।
আয়োজক কমিটির সদস্য মোঃ মোমেন ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, আমরা চেষ্টা করি বছরের অন্তত একটি দিন আমরা সকল বন্ধু-বান্ধব এক সাথে উপভোগ করি।কেননা আমরা এই সময়টা সবসময় সময় ও সুযোগ করে নিতে পারি না।ঈদ পূর্ববর্তী একটা আনন্দ ও গেট টুগেদার এর উপলক্ষ মাত্র এই ইফতার মাহফিল।