কাটফাটা রোদে জনজীবন ওষ্ঠাগত। প্রচণ্ড গরমে যেখানে মানুষ হাফফাস খাচ্ছে তখন চলছে ঢাকা প্রিমিয়ার লিগ।
গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্রিকেটাররা। যে কারণে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
রোববার বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় আবাহনী। এদিন প্রচণ্ড গরমে খেলা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, এই গরমে খেলাধুলা করা খুবই কঠিন। কোনো সন্দেহ নেই যে খুব কঠিন। ক্রিকেটার ও ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের ধন্যবাদ।