রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া কোনো যাত্রীর ট্রেনে ভ্রমণ করার সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট প্রদর্শনপূর্বক স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার ঈদযাত্রায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।
আগামীকাল ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ২৯ হাজার যাত্রীসহ ৩৫ হাজারের মতো যাত্রী রাজধানী ছাড়বেন। এসব কিছুর ব্যবস্থাপনা দেখতে রোববার দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী এ কথা বলেন।