বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আজকে এ দেশের নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার মানুষকে বোকা বানিয়ে বার বার উন্নয়নের কথা বলে দেশকে শোষণ করছে প্রতিদিন, প্রতি মুহূর্ত। আর এক মুহূর্তও এ সরকারকে ক্ষমতায় রাখা যায় না।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁওসহ আশপাশ এলাকার বিএনপির নেতারা ।