ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় গরুর খামাড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে মারা গেছে বাছুর সহ ৪ টি গরু। শুক্রবার দুপুরে ডেমরার শুকুরশী কবরস্থান সংলগ্ন রহমান বেপারির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওখানে বসবাসরত এক ফায়ার ফাইটারের মাধ্যমে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নির্বাপন করা সম্ভব হলেও খামারের কাঁচা ঘরের অধিকাংশ পুড়ে নষ্ট হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ১১ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা।
তবে এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলছে, কিছু বখাটে খামারের পাশে প্রতিনিয়ত সিগারেট ও গাঁজা সেবন করতো। শুক্রবারও তাদের সিগারেট ও গাঁজার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. উসমান গণি বলেন, ঘটনাস্থল সংলগ্নে বসবাসরত একজন ফায়ার ফাইটারের মাধ্যমে খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এ ঘটনায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও ৫ লক্ষ টাকার গরু উদ্ধার করতে সক্ষম হই।