জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে শনিবার বোমা হামলা হয়েছে। তবে হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা।
স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে জাপানের ওয়াকাইয়ামা শহরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ওয়াকাইয়ামা শহরের শনিবার সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাটি। খবর জাপান টাইমসের।