
বরগুনার বেতাগী উপজেলায় রাতের আঁধারে সরকারি সেতুর পুরাতন মালামাল চুরির অভিযোগে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মোকামিয়া বাজার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। ছাত্রলীগ নেতা শাওন মৃধা মোকামিয়া ইউনিয়নের বাবুল মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, গত বুধবার সকালে মোকামিয়া বাজারের নৈশপ্রহরী আমাকে জানায় বাজারের পুরনো একটি ব্রিজের ১৪টি বিম চুরি হয়েছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছে কিনা তা আমি জানি না। তবে লোকমুখে শুনেছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এর সঙ্গে জড়িত আছে।