শ্রীলংকার বিপক্ষে শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে নিউজিল্যান্ডের জয়। জয়ের জন্য শেষ ওভারে কিউইদের প্রয়োজন ছিল ১০ রান।
লাহিরুকুমারার প্রথম বলে মার্ক চ্যাপম্যান ছক্কা হাঁকালে সমীকরণ সহজ হয়ে যায়। কিন্তু ক্রিকেটে শেষ বলে কিছু নেই! পরের তিন বলে তিন উইকেট হারিয়ে জেতা ম্যাচ হারতে বসেছিল কিউইরা।
কিন্তু শেষ হাসি হাসতে পারেনি শ্রীলংকা। রোমাঞ্চকর রান তাড়ায় শেষ ওভারে তালগোল পাকিয়েও শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে জয়ী হয় স্বাগতিক নিউজিল্যান্ড।