যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে একদল ‘ভন্ডের আখড়া’ বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে দুজন কৃষ্ণাঙ্গ নেতাকে রাজ্যের আইনসভা থেকে বহিষ্কারের ঘটনাটি দেখিয়ে শনিবার নিজের ফেরিভায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জয়।
টেনেসির প্রতিনিধি পরিষদে ওই দুই আইনপ্রণেতার সদস্যপদ হারানো নিয়ে বিবিসির প্রতিবেদন শেয়ার করে জয় লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্যরা ভোট দিয়ে দুই সংখ্যালঘু আইনপ্রণেতাকে বহিষ্কার করেছে, যদিও একজন শ্বেতাঙ্গকে রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একদল ভন্ডের আখড়া ছাড়া আর কিছুই নয়।’