দেশের শীর্ষ দুই ফেডারেশনের সভাপতির কথার যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
রোববার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি অত্যন্ত সম্মানিত মানুষ, আমাদের একজন জীবন্ত কিংবদন্তি। খেলাধুলায় তার অবদান অবশ্যই অবিস্মরণীয়। খেলাধুলার জগতে তার অবদানকে আমরা কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই। কিন্তু উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়ে যে মন্তব্যটি করেছেন তা অশোভনীয় বক্তব্য।