ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে উঠছে। ফিলিস্তিনে হামলার জেরে ইসরাইলেও পালটা হামলা হচ্ছে। বেশ কয়েকটি ঘটনায় ইসরাইলে চারজন নিহত হয়েছেন। এরমধ্যে আছেন বিদেশি পর্যটকও।
রাজধানী তেলআবিব ও পশ্চিম তীরে ইসরাইলিদের টার্গেট করে এসব হামলা চালানো হয়। শুক্রবারের এ ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপি, সিএনএন।
পবিত্র রমজান মাসের মধ্যেই বুধবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এরপর থেকে ওই অঞ্চলে প্রায় প্রতিদিন দফায় দফায় সংঘর্ষ চলছে