সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ইতোমধ্যে গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন গাজীপুর সিটির তফসিল ঘোষণা করা হয়েছেন। আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছে। ব্যানার, ফ্যাস্টুন, রঙিন পোস্টার শহরের বিভিন্ন রাস্তাঘাট, অলিগলি ও বাড়ির দেয়াল ছেয়ে যাচ্ছে। দিন দিন প্রার্থীদের প্রচারও বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার রমজানুল মোবারকের ১৫তম দিনে পবিত্র জুমার নামাজ সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নগরের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লিগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেকে ইমাম বয়ান ও খুদবা পাঠে আগে মুসল্লিগণের নিকট দোয়া চেয়েছেন।
জাতীয় পার্টির মনোনীত মেয়রপ্রার্থী মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে। এ সময় তিনি উপস্থিত মুসল্লিগণের কাছে একজন মেয়র প্রার্থী হিসেবে দোয়া প্রার্থনা ও সমর্থন প্রত্যাশা করেন। পরে তিনি নেতা ও কর্মী-সমর্থকদের নিয়ে জয়দেবপুর বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন। এর আগে তিনি অধুনালপ্ত পূবাইল ইউনিয়ন এলাকার বর্তমান মহানগরের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে কর্মিসভা করেছেন