ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলি হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সব ধর্মীয় পবিত্র স্থানের মর্যাদা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। বিশেষ করে ওআইসি ও জাতিসংঘকে এ ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে।
শুক্রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।