আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ বলে ২০২ রান করে ৭৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
ব্যাট হাতে ২৪ বলে তিন চার আর ২ ছক্কায় অপরাজিত ৩৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব।
শেষ ম্যাচে যদিও একাদশে পরিবর্তনের ঘোষণা দিয়ে রাখলেন তিনি। তবে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলিকে অনুসরণ করেই প্রতিপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার আগে কাজ শেষ করতে চান না বাংলাদেশ অধিনায়ক।