ফিলিপাইনে যাত্রীবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।
কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে ২৫০ জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে ২শ’র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
মিন্দানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমোডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানান, ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও জানান, একসঙ্গে ৪৩০ জন যাত্রী বহনে সক্ষম ওই ফেরিটি।