ক্ষমতার অপব্যবহারসহ ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় পদ-পদবি ব্যবহার এবং নিজ মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করে তিনি সরকারি কর্মচারী আচরণবিধি লংঘন করেছেন।
এ ছাড়া তার অভিযোগের ভিত্তিতেই একজন নারী কর্মচারী মৃত্যুর মুখে পতিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলে এর দায় তিনি এড়াতে পারেন না। মন্ত্রিপরিষদ বিভাগও মনে করছে, একজন যুগ্মসচিব পদমর্যাদার লোক এভাবে প্রজাতন্ত্রের একজন কর্মচারীর সঙ্গে আচরণ করতে পারেন না।