
গণতন্ত্রকে নির্বাসিত করে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে মানুষের ভোটের অধিকার নেই। কথা বলার অধিকার নেই। এক কথায় গণতান্ত্রিক কোনো অধিকার নেই। সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় সিনিয়র নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এ সময় তার (জিয়াউর রহমান) আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয়।