মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নিবিড়চর ও পয়স্ত হোসেন্দী গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে মেঘনার একটি শাখা নদী। তবে রোববার রাত থেকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র বালু ভরাট করে নদীর বড় একটি অংশে বাঁধ নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে পাঁচটি গ্রামের অন্তত ১২ হাজার মানুষ।
সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা নদীর অববাহিকায় তার একটি শাখা নদীকে ঘিরে সৃষ্টি হয়েছে নিবিড়চর, পয়স্ত হোসেন্দী, টেঙ্গারচর, খাড়াকান্দি ও বড় ভাটেরচর নামে পাঁচটি গ্রাম। হোসেন্দী ইউনিয়নের মূল ভূখণ্ড এবং গ্রামগুলোতে একটি সঙ্গে আরেকটি যোগাযোগের একমাত্র মাধ্যম মেঘনার একটি শাখা নদী।
রোববার রাত থেকে নদীর নিবিড়চর ও পয়স্ত হোসেন্দী অংশে অনবরত বালি ফেলা হচ্ছে। নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে এতে বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল। নদীর দুই ধারে অপেক্ষমান রয়েছে অন্তত ১৭-১৮টি ট্রলার ও ৩৫-৪০টি নৌকা।