নিজস্ব প্রতিবেদকঃ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ।। ১৯৭১ সালের এই দিনে বন্দরে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠে বর্বর পাক হানাদার বাহিনী।
২৫ শে মার্চ শনিবার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র পরিষদ।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আব্দুর রশিদ মন্ডল রানা ও সঞ্চালনায় করেন
বীরপুত্র মোঃ হাবিবুর রহমান জয়।শ্রদ্ধাঞ্জলিতে ও সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে ভয়াল ২৫ শে মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বক্তারা, মানবসভ্যতার ইতিহাসে ২৫ শে মার্চ রাতে পাকিস্থান সেনাবাহিনীর হাতে রচিত নিরীহ- নিরস্ত্র বাঙ্গালি জাতিকে গণহত্যার কালো অধ্যায়ের ভয়াল স্মৃতির কথা তুলে ধরেন।