
ডেমরায় ইসলামি যুব আন্দোলনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ডেমরা থানা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন কর্মসূচী পালিত হয়।
২৩ শে মার্চ(বৃহস্পতিবার) বাদ আসর ডেমরা বামৈল আইএবি মিলনায়তনে শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ডেমরা থানার সভাপতি মনিরুস সালেহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁনের শাওন সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ সাকী।
এসময় আরো ও উপস্থিত ছিলেন ডেমরা থানা যুব আন্দোলনের যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ রিদওয়ান আহমদ, শাওন খান,নাজমুল হক, হোসাইন আদনান,বেলাল হোসাইন, মুফতী মাসুম বিল্লাহ,মাহফুজ মুসা,আনোয়ার হোসেন , বাবুল আহমদ, বেলাল আহমদ, আবুল বাশার প্রমুখ।
ডেমরা থানার সভাপতি মনিরুস সালেহীন বলেন,মাহে রমজানে শতাধিক পরিবারের মাঝে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করলাম,ভবিষ্যতে ও যাতে সবসময়ই মানবতার পাশে দাঁড়াতে পারেন তার আশাবাদ ব্যক্ত করেন।