
শুরু হয়ে গেছে পবিত্র রমজান। প্রতিবছর পুরো মুসলিম বিশ্বে এ মাসকে ঘিরে শুরু হয় নানা আয়োজন। উৎসবমুখর পরিবেশে থাকে গোটা মুসলিম বিশ্ব। ১৯০ কোটি মানুষ। তবে এবারের পরিবেশটা অনেকটাই আলাদা। মূল্যবৃদ্ধির আতঙ্কে চাপা পড়ে গেছে রমজানের আনন্দ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারিসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দ্রব্যমূল্যে যেন আগুন লেগে গেছে। সব দেশেই একই হাল। মুদ্রাস্ফীতি বেড়েছে হুহু করে।
নিত্যপণ্যের ‘গলাকাটা’ দামের আগ্রাসী ক্রোধে চুপসে গেছে মুসলিম বিশ্বের রমজান উদযাপন রেওয়াজও। তেল সম্পদে ভরপুর ধনী দেশখ্যাত মধ্যপ্রাচ্যের দশা সবচেয়ে খারাপ।
সিরিয়ায় গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের কারণে অর্থনীতি অনেক আগে থেকেই ভঙ্গুর। ১২ বছর ধরে চলা যুদ্ধের জন্য ৯০ শতাংশেরও বেশি সিরীয় দারিদ্র্যসীমার নিচে বাস করেন। তাদের কাছে উৎসবের রমজান এখন সাধারণ দিনগুলোর মতোই!