আসিফ ইকবাল ,চট্রগ্রামঃ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় ৩ কেজি ৭৩২ গ্রাম ওজনের ৩২ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর বাজারমূল্য প্রায় তিন কোটি ২১ লাখ টাকা।
বহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।
জিয়াউদ্দিন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার ৯নং ওয়ার্ডের আমজাদ আলী মিস্ত্রি বাড়ির আবুল বাশারের পুত্র। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ১৪৮ ফ্লাইট) একটি উড়োজাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে আসেন