সোনারগা প্রতিনিধি
সোনারগাঁয়ের জামপুর কোবাগা এলাকায় সিগমা অয়েল নামে একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে কৃষি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই এলাকার পাঁচটি গ্রামের শতাধিক বাসিন্দা। শনিবার দুপুরে এশিয়ান হাইওয়ে সলগ্ন কোবাগা এলাকায় নিজেদের জমির কাছে সারিবদ্ধ হয়ে কৃষকরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধন চলাকালে ওই কোম্পানীর সন্ত্রাসী বাহিনী কৃষকদের উপর হামলা চালিয়ে কমপক্ষে দশ জন কৃষককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সন্ধ্যায় আহত কৃষকরা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যেখানে কৃষি জমি রক্ষায় নানামূখী উদ্যোগ গ্রহন করছেন, সেখানে সিগমা অয়েল কারখানার মালিকপক্ষ জোরপূর্বক রাতের আধারে আমাদের কৃষি জমি ভরাট করে দখল করে নিচ্ছেন। অমরা বাধা দিলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায় এবং মামলার ভয় দেখানো হয়। তাই দ্রæত কৃষি জমি দখল বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
টানপাড়া এলাকার কৃষক মোমতাজ উদ্দিন বলেন, আমাদের বাপ-দাদার আমলের ফসলি জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছেন সিগমা অয়েল কোম্পানীর মালিক। আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের জমির পাশে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় ওই কোম্পানীর সন্ত্রাসী শহিদুল ইসলাম ও সুমন মিয়ার নেতৃত্বে শতাধীক লোক একত্রিত হয়ে ধারালো দা, ছেনা, টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালিয়ে ইয়ামিন মিয়া, ইমরান হোসেন, আপন মিয়া, জাবেদ আলী সহ কমপক্ষে দশ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে। মারাত্বক আহত অবস্থায় তাদেরকে সোনারগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই গ্রামের বাসিন্দা আলী আকবর জানান, আমরা প্রশাসনের বিভিন্ন দফতরে বালু ভরাট বন্ধ করার জন্য লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন ব্যবস্থা গ্রহণ করেনি কেউ। আমরা ন্যায় বিচার ও আমাদের জমি রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
কোবাগা এলাকার কৃষক মোহাম্মদ আলী জানান, আমরা অসহায়-গরীব বলে আমরা কি ন্যায় বিচার পাবো না? আমাদের জীবনের শেষ সম্বল ফসসি জমি জোরপূর্বক দখল করে নেওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
একই এলাকার বাসিন্দা মোনমোহন দাস জানান, আমাদের পূর্ব পুরুষেরা এই জমি থেকে ফসল ফলিয়ে জীবন যাপন করেছেন। আমরাও এই জমিতে ফসল ফলিয়ে কোন রকমে ডাল-ভাত খেয়ে জীবিকা নির্বাহ করছি। আমাদের জমিগুলো জোর করে দখল করার জন্য সিগমা অয়েল মিলের মালিক ও তাদের সন্ত্রাসী বাহিনীরা উঠে-পড়ে লেগেছে। আমরা তাদের হাত থেকে পরিত্রাণ চাই।
একই এলাকার আরেক বাসিন্দা আকরাম হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। সন্ত্রাসীরা যেভাবে আমাদের জমিগুলো গ্রাস করে গিলে ফেলছে, জানিনা এর ন্যায় বিচার আমরা পাবো কি না!
তালতলা ফাড়ির ইনচার্জ জাকির রাব্বানি জানান, কৃষকদের উপর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। তিনি বলেন, কৃষকদের ফসলি জমি জোড়পূর্বক ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মুস্তাইন বিল্লাহ জানান, কৃষকদের ফসলি জমি ভরাট করতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কোন অবস্থাতেই বালু ভরাট করতে দেওয়া হবে না।