জাতীয় পাট দিবসের প্রচারে একটি পাতার ছবি ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন ছবিটি গাঁজা পাতা সদৃশ।
ছবিটি গুগল থেকে নিয়ে তাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের লোগো ব্যবহার করা হয়েছে। ছবির নিচে আরও লেখা রয়েছে- সৌজন্যে: বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)।
৬ মার্চ পাট দিবস পালনকে কেন্দ্র করে রাজধানীতে এই ছবি দিয়ে ফেস্টুন বসানো হয়। আর সেই ছবি নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে। ছবিতে দেখা যায়, পাটের তৈরি চটের সঙ্গে কাঁচা পাটের পাতা সদৃশ ওই পাতাটি ব্যবহার করা হয়েছে।