ডেমরা(ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ১৭ বছরের এক কলেজ ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের বাবা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার ৫৩ পুরান পল্টন ইস্টার্ন হাউজিংয়ের আনোয়ার হোসেনের ছেলে অভিযুক্ত রাজন হোসেনকে (৩৮) কে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে ডেমরা থানা পুলিশ। অন্যান্য অভিযুক্তরা হলো— পল্টন থানার ৫৩ পুরান পল্টন ইস্টার্ন হাউজিং এলাকার আবুল কাশেমের ছেলে ইয়াছিন আরাফাত জনি (২২), মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট’র ৪ নং গলি এলাকার আবুল হাসেমের ছেলে মো. রাজিব হোসেন (২৮) ও অজ্ঞাত ঠিকানার হযরত আলীর ছেলে আল আমিন।
বাদিরর বরাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই রেজাউল হাসান বলেন, কলেজে যাওয়া আসার পথে প্রায়ই ইয়াছিন আরাফাত জনি (২২) মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। মেয়েটি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় জনি তার ওপর ক্ষিপ্ত হয়। এদিকে গত ১৬ ফেব্রুয়ারি বিকালে মেয়েটি তার ফুপুর বাসায় যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে জনি তার সহযাগীদের নিয়ে ডেমরার পাইটিস্থ বটতলা প্রধান সড়ক সংলগ্ন থেকে মেয়েটিকে অপহরণ করে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বর্তমানে ৩ আসামি পলাতক রয়েছে। শিগগিরি মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।