
সালে আহমেদ, ডেমরাঃ
নাস্তিক্যবাদী শিক্ষানীতি প্রনয়ন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারী (শুক্রবার) বাদ জুমা দুপুর ২ টায় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে কোনাপাড়া গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার সভাপতি হাজী এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব এম এইচ মোস্তফা। এসময় আরো ও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা (উত্তর)থানার এর সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার সভাপতি মনিরুস সালেহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার সভাপতি ইসমাঈল শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, নাস্তিক্যবাদী শিক্ষানীতি ও বিতর্কিত সিলেবাস এ দেশের জনতা মেনে নেবে না। সরকার যদি দাবী মানতে ব্যর্থ হয় তাহলে আন্দোলন থামবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবো।সরকার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থ।জিনিসপত্রের দাম বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাহিরে।