নিজস্ব প্রতিবেদকঃ
শীতের শেষের দিকে এসে শীতকালীন পিঠা উৎসবে মেতেছে ডেমরার স্বনামধন্য ই হক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দরা। একই সঙ্গে ফাল্গুণের বসন্ত উৎসবেও মেতেছে তারা। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বসন্ত ও পিঠা উৎসবের বন্ধুত্ব ও ভাতৃত্বের মেলবন্ধনে দিনটি উদযাপন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।রাজধানীর ডেমরার মীরপাড়া,সিএনজি পাম্প,পাইটি অবস্থিত ই হক স্কুল এন্ড কলেজে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বসন্ত ও পিঠা উৎসব।
শিক্ষার্থীদের এ মিলন মেলায় শিক্ষার্থীদের হাতে বানানো পিঠা খেয়ে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ প্রতিষ্ঠানটির অধ্যক্ষঃ প্রফেসর মোঃ বাবুল হোসেন।
এদিন সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে স্টলগুলো বাহারি রঙে এবং ডিজাইনে সেজে উঠে। শিক্ষার্থীরা রঙ-বেরঙয়ের নতুন জামা-কাপড় পড়ে নানা সাজে উৎসবে আসতে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচে-গেয়ে কলেজ প্রাঙ্গণে উৎসব আবেশের সৃষ্টি করে।
এ সময় কলেজের বাহিরে এবং প্রাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে এ মিলন মেলায় উৎসবমুখর হয়ে উঠে। স্টলগুলোতে সাজানো হয় শিক্ষার্থীদের হাতে বানানো নানা ধরনের পিঠা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুজ্জামানসহ অন্যান্য সব শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।