
ভাষা শহীদদের স্মরণে বিজেপির মহাসচিব মতিন সাউদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদকঃ
ভাষা শহীদের স্মরণে রাজধানীতে শোভাযাত্রা করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ শোভাযাত্রা করে বিজেপি। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল ইস্টার্ন ভিউ’র সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিজয় নগর মোড়, পল্টন মোড়, বায়তুল মোকাররম ও দৈনিক বাংলা মোড় হয়ে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র প্রেসিডিয়াম সদস্য ওয়াশিকুর রহমান অঞ্জন, ইমন, ফারহান আহমেদ, মহাসচিব আব্দুল মতিন সাউদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ, যুব সংহতি’র সদস্য সচিব হারুনুর রশিদ প্রমুখ।
বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক তাৎপর্যপুর্ণ দিন। বাংলা ভাষা আমাদের মর্যাদার প্রতীক। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মাতৃভাষা দিবস উপলক্ষে দলের পক্ষে শোভাযাত্রা করা হয়েছে। এটি রাজনৈতিক কর্মসূচির অংশ হলেও শহীদদের স্মরণে আমরা এ শোভাযাত্রা বা মিছিল করছি। আমাদের লক্ষ্য দেশে সুষ্ঠু ধারার রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হোক। সৎ ও মেধাবীরা রাজনীতিতে আসুক।
এর আগে, সকাল ১০টা থেকে ফকিরাপুল ইস্টার্ন ভিউ’র সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। মাতৃভাষা দিবসের ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।দলটির ৬টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।শোভাযাত্রাতে দেখা গেছে কালো পোশাকের বিশাল বহর নিয়ে মহাসচিব আব্দুল মতিন সাউদকে প্রবেশ করতে দেখা গেছে।জানা গেছে ঢাকা-০৫ আসনে বিজেপির পক্ষে মহাসচিব আব্দুল মতিন সাউদ নির্বাচন করবেন।ইতিমধ্যে তাকে নিয়ে স্বপ্ন দেখছেন দলের নেতাকর্মী ও ঢাকা-০৫ আসনের জনগন।