বিএনপিসহ তাদের সমমনা শরিকদের বিপরীতে মাঠের রাজনীতিতে এককভাবে সক্রিয় ক্ষমতাসী আওয়ামী লীগ।
দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, সুহৃদ ও সমমনা বলে পরিচিত ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে দেখা যাচ্ছে না তাদের পাশে।
অথচ একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে সরকার গঠন-এমন ভিত্তির ওপর প্রায় আড়াই যুগ আগে গড়ে উঠেছিল এই জোট।
আরেক পরীক্ষিত বন্ধু বলে বিবেচিত জাতীয় পার্টিও শাসক দলটির পাশে এখন নেই। মাঝে মধ্যে একসঙ্গে বিভিন্ন দিবসভিত্তিক কর্মসূচি পালন ছাড়া আওয়ামী লীগের পাশে কার্যত ১৪ দলীয় জোটের শরিকরা কেউই নেই।