ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আবারও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন ও আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। অনেকে আটকা পড়েছেন বিধ্বস্ত ভবনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার রাতে অনুভূত হওয়া ৬.৪ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এই ভূমিকম্প হয়। এই ভূমিকম্প অনুভূত হয়েছে লেবানন ও মিসরেও। এর প্রভাব পড়েছে সিরিয়াতেও।